আমি নালিশ করি রাজ দরবারে ।
দেশের রাজা শ্রীচৈতন্য পতিত পাবন নামটি ধরে ।
খাস মহালে বসত করি, বে মিয়াদি পাট্টাধারী
একুশ হাজার ছয়শত মাল গুজারী তিলে পলে আদায় করে ।।
মূল বিবাদী বটে দুজন, সহায়কারী আর ছয়জন
অনুগত করিয়ে দশজন দিবসে ডাকাতি করে ।
আমরা সব একত্র বাসী, কেবা কোন দোষের দোষী
সাক্ষী আছে রবি শশী রাধারমণ কহে কাতরে ।।