রাধারমণ দত্ত রচিত গান নং ৩৭

কৃষ্ণ নামে আমার মন কেন মজে না
স্বভাব দোষ আর গেলো না ।
নিষেধ বাধা নাহি মানে প্রবল হইয়া ছয়জনা ।।
ছয় দিকে ছয়জনায় টানে নিষেধ মানে না ।
আমায় অকূলে ডুবাইয়ে মারলো কূলকিনারা পাইলাম না ।।
হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কর উপাসনা ।
হরেকৃষ্ণ নাম লইলে ভব যন্ত্রণা রবে না ।।
ভাইবে রাধারমণ বলে শুন রে আমার মনা
গুরুর পদে না হইলো রতি রইলাম কেন, মরলাম না ।।