আমি কি হেরিলাম গো সুরধনীর ঘাটে গৌর উদয় হইলো গো ।।
সখি গো কি দিবো রুপের তুলনা গৌরার বরণখানা
যেমন কাঞ্চা সোনা
কলসী ভাসাইয়া জলে চাহিয়া রইলাম গো ।
সখী গো মাইয়ার প্রেমে গিলটি করা রমণীর মন মনোহরা
মুখে বলে রা রা রা চমকে উঠলাম গো ।
সখি গো সাধে সাধে পিরীত করলাম আগা পিছা না ভাবিলাম
এখন আমি ঠেকিলাম বিপাকে গো ।
সখি গো ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম দিরদাসী অইয়া গো ।।