রাধারমণ দত্ত রচিত গান নং ১০০৮

সই আমি বসে রইলাম কার আশায়
কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়।।
ছাই দিয়েছি কুলেরে মানিক গৃহে থাকা দায়
কথা দিয়েও কুঞ্জে আমার আয়না শ্যামরায়।।
আসব আসব আসব বইলা নিশি গইয়া যায়
সুখের নিশি গত হইল বন্ধু রইল কোথায়।।
কুহু কুহু কুহু রবে ডাকে কোকিলায়
কী দোষে প্রাণ বন্ধুর দয়া হইল না আমায়।
ভাইবে রাধারমণ বলে ব্রজে আমি যাইতাম চলে
দেহমন সপিয়া দিতাম কালার রাঙ্গা পায়।।