রাধারমণ দত্ত রচিত গান নং ২৯৪

হেইরে গৌরচাঁন্দ গো গেলো কূলমান
তারে তিলেকমাত্র না হেরিলে বাঁচেনা পরান ।
জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধুনী
ও তার রুপ দেইখে রইলাম ভুলে
ফিরে না নয়ন গো গেলো কূলমান ।
গৌরায় কি মোহিনী জানে
মনপ্রাণ সহিতে টানে
তারে ধইরতে গেলে না দেয় ধরা
গৌরায় জানে কি সন্ধান ।
গোসাই রাধারমণ বলে গৌর রুপে নয়ন ভুলে
বিজলী চটকের মতো আমার উড়াইলো পরাণ ।।