গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি বলো চাই । আইবো করি কই আমারে রাখিলো লালসাই সারা নিশি জাগিয়া থাকি উদ্দেশ্য না পাই । আসিবো ছিলোনা মনে কেন বললো রাই যাও সখি রাখো গিয়া বাসর সাজাই । সারা নিশি জাগিলাম বাসর সাজাই অভাগা রাধারমণ না আইলো কানাই ।।