রাধারমণ দত্ত রচিত গান নং ৬৩২

শোন শোন সহচরী কার কুঞ্জে রইলো গো হৃদয় বেহারী ।
আমার হৃদয় কইছে খালি কোথায় রইলো কালশশী ।।
ভাবে বুঝি চন্দ্রাবলী তোর হইয়াছে চতুরালী
যা গো তোরা কইরে ত্বরা আনগে শ্যাম মনোহরা
নইলে যে পরাণে মরি সংকট হইলো ভারি ।।
দীনহীন রমণ কয় শোন রাই দয়াময়
আইসবা তোমার রসময় থাকগো ধইজ্জ ধরি ।।