আমার জীবনের সাধ নাই গো সখি জীবনের সাধ নাই
দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই ।।
নিতি নিতি মালা গাঁথি জলেতে ভাসাই
অতি সাধের চুয়াচন্দন কার অঙ্গে লাগাই ।।
একা ঘরে বইসে আমি রজনী পোষাই
আজ আসবো কাল আসবো বলে রজণী পোষাই ।।
ভাইবে রাধারমণ বলে কমলিনী রাই
অতি সাধের যুগলচরণ আমি অধমে যে পাই ।।