রাধারমণ দত্ত রচিত গান নং ২০২

গৌর অনুরাগ যার সে জানিয়াছে সারাৎসার
নামে রুচি জিতেন্দ্রিয় অপার হে বেপার ।।
যার বসতি গৌরদেশে ভক্তিরসে সেই যে ভাসে
কৃষ্ণ লীলামৃত রসে সৎসঙ্গে করছে বেহার ।।
ঐ রসের রসিক যারা কৃষ্ণ সুখে সুখি তারা
হিংসা নিন্দা কৈতব ছাড়া নিত্যভাবের ব্যাবহার ।।
প্রভু রঘুনাথ প্রেম কারিগর রসের নদী বহে নিরন্তর
রাধারমণ প্রেমের কাতর ডুইবে না পাই কিনার ।।