সুচিত্রে গো আমি কার লাগিয়া গাঁথিলাম গো
বিনাসুতে বিচিত্র মালা ।
মালা সে কি লো আর দ্বিগুণ জ্বলে
কৃষ্ণপ্রেম বিচ্ছেদের মালা পরাইবো প্রাণবন্ধুর গলে ।
গাঁথিয়াছি মালতীর মালা বকুলে ।
সেই মালা ভুজঙ্গ হইয়া দংশিলো মুই অবলে
চুয়া চন্দন গো ঘষে রাখিয়াছি কটরা ভরে
সব সখি মিইলা ।
সেই চন্দন হইলো গো বাসি আইলো না গো চিকন কালা
ভাইবে রাধারমণ বলে আইলো না গো প্রাণবন্ধু শোন গো সকলে
এগো আসবে আমার প্রাণবন্ধু রাধার মরণ হইলে ।।