রাধা বইলে আর ডাকিও না ।
ওরে কে তোরে শিখাইলো বাঁশি
নতুন প্রেমের আলোচনা ।।
ডাকিও নারে শ্যামের বাঁশি
কুলবধূর কুলবিনাশী
লাগাইয়া প্রেমে রশি
হেচকা টানে প্রাণ বাঁচেনা ।।
অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি
বাজায় শ্যাম দিবানিশি
কি সাধনে ওরে বাঁশি
দিবানিশি জপনা ।।
ভাইবে রাধারমণ বলে
শ্রীরাইর পদকমলে
ওরে প্রেম করে ছাইড়া গেলো
আমার কইরে যাদুটোনা ।।