হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী ।
অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
নামের মন্ত্র নিরবধি জপ রে বদন ভরি ।
হরি নামের পাতায় মন দৃষ্টি রাখো অনুক্ষণ
সর্বসময়ে চালু রাখরে নামের তরী ।
নাম মন্ত্র পাইতে পারো শ্রীগুরু কান্ডারী ধরো
দশজনকে দিও দাড়ে ছয়জন রাখিও গুণারী ।
সুবাতাসে শ্রদ্ধাপালে আসক্তি হৃদ মাস্তুলে
পঞ্চরশি বন্ধ করি নিত্যানন্দ চালায় তরী ।
বিশ্বাসকে রাখো পারাদার ধিয়ানকে দেও জল সিচিবার
চিত্তকে দিয়া রসের ভান্ডার প্রেমলগনে লাগাও ডুরি ।
ভেবে কয় রাধারমণ ও রুপে সেরুপ মিলন
করো হরি নামের সাধন মিলবো রে অটল বিহারী ।