সখি ললিতা বিশখা শ্রীকৃষ্ণ বিহনে প্রাণ দায় হইলো রাখা ।। সখি গো এমন শানে বাজায় বাঁশি দায় হয় ঘরে থাকা ঘরের বাইর হইয়া বন্ধের নাহি পাই দেখা । সখি গো ভাইবে রাধারমণ বলে শোনগো বিশখা কইও আমার কথা শ্যামের সনে হইলে দেখা ।।