রাধারমণ দত্ত রচিত গান নং ৫৪৫

সখি ললিতা বিশখা শ্রীকৃষ্ণ বিহনে প্রাণ দায় হইলো রাখা ।।
সখি গো এমন শানে বাজায় বাঁশি দায় হয় ঘরে থাকা
ঘরের বাইর হইয়া বন্ধের নাহি পাই দেখা ।
সখি গো ভাইবে রাধারমণ বলে শোনগো বিশখা
কইও আমার কথা শ্যামের সনে হইলে দেখা ।।