রাধারমণ দত্ত রচিত গান নং ৬৬৪

আমি মরিমু পরাণে রে ভাই, রাই বিনে ।।
রাই রাই বলিয়া রে সুবল সদায় উঠে মনে
মহা বিষের অব্যার্থ ঔষধ পাইমু কেমনে ।
পিরীতি বাড়াইয়ারে সুবল কইলায় উদাসিনী
এখন কেন ছাড়ো রে তুমি সেই রসবাণী ।
পিরীতি বাড়াইয়া রে সুবল ছাড়ি গেলায় মোরে
কোন পন্থে গেলে রে আমি পাইমু তোমারে ।
কঠিন তোর মাতা রে পিতা সুবল কঠিন তোর হিয়া
পিরীত করি যেজন ছাড়ে হয় পাতকিয়া ।
বাউল রাধারমণ বলে সুবল কি ভাবিয়াছো মনে
পাইবায় তোমার রাইকিশোরী গেলে বৃন্দাবনে ।।