বিশখে কি রুপ দেখালে চিত্রপটে ।।
পট দেখিয়ে মন ভুলিলো আবার কে গো বংশী নাটে ।।
কে গো কৃষ্ণ কে গো পটে কে গো বংশী নাটে
তিনেই সমান মন উচাটন প্রাণি আমার নাই গো ঘটে ।।
ভিন পুরুষে রতি নারী বিষম সঙ্কটে
এমন জীবন হইতে মরণ ভালো যদি কলঙ্ক রটে ।।
রাধারমণ ভনে বিনোদিনী বলি নিস্কপটে
ভিন পুরুষ নয় শ্যাম চিন্তামনি হের যাইয়ে জলের ঘাটে ।।