রাধারমণ দত্ত রচিত গান নং ৯২৭

সজনী জলে গিয়াছিলাম একেলা
রাখছে না গো শ্যামকালা
একাকিনী পাইয়া বন্ধে গো
করিয়াছে রসের খেলা।।
জল ভরিতে গিয়াছিলাম আমি এক অবলা
এগো পরাণে বন্ধু রক্তে রসে গো
বন্ধু মনচোরে করে উতলা
রাখছে নাগো শ্যামকালা।।
ভাইবে রাধারমণ বলে শোন গো অবলা
এগো তোরে নিষেধ করি ও নাগরী
যাইছ না জলে একেলা।।