রাধারমণ দত্ত রচিত গান নং ২৭৫

শ্রীগুরু গৌরাঙ্গ নদীয়ায় উদয়
পরম দয়ালু সবল হৃদয় ।।
পূর্ব অনুরাগে ভাবের উদয়
রাধা প্রেমধারা দুনয়নে বয় ।।
হরি হরি বলে ধরণী লুটায়
আপনি আচরি ধর্ম পরেরে শিখায় ।
প্রেমের মহিমা সীমা নাহি হয়
দন্ড কমণ্ডুলু কৌপিন পৈরয় ।।
নাহি নামে রুচি গুরু পদাশ্রয়
শ্রীরাধারমণ বড় দুরাশয় ।।