শ্রীগুরু গৌরাঙ্গ নদীয়ায় উদয়
পরম দয়ালু সবল হৃদয় ।।
পূর্ব অনুরাগে ভাবের উদয়
রাধা প্রেমধারা দুনয়নে বয় ।।
হরি হরি বলে ধরণী লুটায়
আপনি আচরি ধর্ম পরেরে শিখায় ।
প্রেমের মহিমা সীমা নাহি হয়
দন্ড কমণ্ডুলু কৌপিন পৈরয় ।।
নাহি নামে রুচি গুরু পদাশ্রয়
শ্রীরাধারমণ বড় দুরাশয় ।।