রাধারমণ দত্ত রচিত গান নং ১০১৬

গউর এ যে প্রেম করিল যে রসে কেউ ডুবে না।।
শ্রীরুপাদি ছয় গোস্বামী চণ্ডীদাস আর রজকিনী
পাঁচ রসিকের জানা।।
নামেতে প্রেম অনুপাম দিয়ারে গউর রাধাভাবে মগনা।।
স্বরুপ রামানন্দ চিনেছে প্রভুর মর্ম কেও তো বুঝে না।।
গৌরপদ পঙ্কজে মজোরে রাধারমণের এই কামনা।।