নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
ভিক্ষার কারণে গেলা জননীর নিকট।
ভিক্ষা দেহি ভিক্ষাং দেহি বসিতে লাগিলা
ফল তন্তল দিয়া ভিক্ষা জননীয়ে দিলা।
রজত কাঞ্চন দিলা ঝুলিতে ঢালিয়া
ভিক্ষা লইয়া চলিয়া গেলা গুরুরও সদনে।
গুরুকে দক্ষিণা দিলা ধরিয়া চরণে
পুনর্বার যাও বাছা ভিক্ষার কারণে।
ভিক্ষাহেতু চলিয়া গেলা গৃহেরও দ্বারে
স্বর্ণথাল ভরিয়া ভিক্ষা জননীয়ে দিলা।
ফলমূল দিয়া মায়ে ডালারে ভরিয়া
ভগিনীয়ে দিলা ভিক্ষা যতন করিয়া।
তারপরে দিলা ভিক্ষা ব্রজবাসীগণ
ভিক্ষা লইয়া ব্রহ্মচারী আশ্রয়েতে গেলা।
ভাইবে রাধারমণ বলে বামনের চরণে
অন্তকালে তরাইয়ো প্রভু নারায়ণে।।