মনের দুঃখে পরান যায় ফাটিয়া
প্রাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া।।
সখী গো বন্ধের হাতে প্রাণ সঁপিলাম আপন জানিয়া
এখন মোরে ছাড়িয়া গেল কুলটা বানাইয়া।।
রসিকচান্দে প্রেমে ডোরে বন্ধন কইরাছে মোরে
বন্ধে সাগরে ভাসাইয়া মাইলো আমায় আশা দিয়া।।
ভাইবে রাধারমণ বলে ঠেকিয়াছি বরির কলে গো
দরশন দেওরে বন্ধু অভাগী জানিয়া।।