রাধারমণ দত্ত রচিত গান নং ১০০২

শ্যামের বাঁশি মন মজাইল
মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল।।
শ্যামের বাঁশির মোহন সুর মনেতে বাজিল
ভুলিতে না পারি তারে একী জ্বালা হইল।।
কর্ণ নিল বাঁশির টানে নয়ন নিল রুপবানে
শ্যামরুপ ভুজঙ্গ হইয়া দংশিল হৃদয় কোণে।।
সে বিষের এমন জ্বালা অবশ হইলাম অবলা
বিষম জ্বালায় প্রাণ আমার অবশ হইল।।
ভাইবে রাধারমণ বলে কে করিবে ভাল
শ্যামরুপ হেরিয়া রাধার পরান জুড়াইল।