রাধারমণ দত্ত রচিত গান নং ৯৯৩

মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
গিয়াছিলাম জলের ঘাটে দেইখে আইলাম শ্যামরায়।।
মেঘবরণ চিকনকালা বিনাসুতে গাঁথি মালা
ত্রিভঙ্গ হইয়া শ্যাম মুরলী বাজায়।
জীবন থাকতে মরি আমি শ্যামের বাঁশির জ্বালায়
কদমতলে থানা বসাই বাঁশি বাজায় শ্যামরায়।।
ভাইবে রাধারমণ বলে আর একা যাইও না জলে
জলের ঘাটে যৌবন লুটে একলা পেয়ে শ্যামরায়।।