রাধারমণ দত্ত রচিত গান নং ৪০৭

জলের ঘাটেতে বসি ঠার দিয়া কুল মজাইছে
ওগো একুল ওকুল দুকুল গেলো
পারবিনে কুল রাখিতে ।
শ্যামের নয়ন বাঁকা যৌবন যায়না গো রাখা
আড় নয়নে চায় গো কালায়
পারবি না কুল রাখিতে ।
শ্যামের চূড়াটি মাথে শ্যামের বাঁশিটি হাতে
বাঁশি নাগো প্রেমের ফাঁসি লাগলো ।
ভাইবে রাধারমণ বলে শোন গো সকলে
এক পিরীতে তিনজন বাঁধা
শুনছো নি কেউ জগতে ।।