রাধারমণ দত্ত রচিত গান নং ৯০৩

এই যে দেহতরী কে করিল সুগঠন
মেস্তরিরে চিনলায় নারে মন।।
ঐ যে নাওয়ের আছে জোড়া
জোড়ায় জোড়ায় গিলটি মারা
কে করিল গঠন।।
লোহা ছাড়া তক্তা মারা, কিবা শোভা পাটাতন।।
এই যে নাওয়ের ষোল্লতালা
খুললায় নারে ও মন ভোলা ঘুমে অচেতন।।
তালা খুলবে যখন দেখবে তখন
মোহর মারা আছে ধন।।
মছতুলে দিয়ে বাত্তি রংমলেতে করে জ্যোতি
একবার খুলে দেখ রে নয়ন।।
রাধারমণ বলে দিল কালা তোর
জন্ম হইল অকারণ।।