যায় যায় সুদিন দিনে দিনে দিন হইলো শ্রীগুরু কৃষ্ণ পদাশ্রয়
নাম চিন্তামণি তরিতে তরণী কলি তমঘোর পার হইতে যদি হয় ।
বিদ্যাবুদ্ধি ধন জন আর রুপ গুন কূল সব তুষের ভান্ডার ।
চক্ষু কর্ণ আদি ইন্দ্রিয় সবার কৃষ্ণ ভজনবাদী হইলো রিপু ছয় ।
মুখে মাত্র বলি আমি ওই কৃষ্ণের দাস ।
চিত্তে নাই কৃষ্ণ নামের গন্ধ বাতাস ।।
নারীপুত্র রসে করি গৃহে বাস
স্বপনেও স্মরণ না হয় ।
আঁখির পলকে নাহিকো ভরসা
তবু মনে মনে করো কতই আশা
মনের দুরাশা সকলই দুর্দশা
নিবামা হইয়ে ভজো রসময় ।
প্রভু রঘু কহেন শুন শ্রীরাধারমণ
ভারত ভুবনে এলে এ কারণ
কতই সাধনে মানব জনম
তবে হইলোনা এবার পথের পরিচয় ।।