গৌর নিতাই নইদে আসিয়াছে, রাধাপ্রেমের ঢেউ
রামানন্দ ভক্তিমেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে ।
রাধা প্রেমের ঋণ শোধিতে, ভাবকান্তি বিলাসেতে নদীয়ায় উদয় হইয়াছে ।
রাধারুপ অঙ্গে ধরি রে মন হরি হইয়ে হরি বলতেছে ।
নামের সনে প্রেম আনিয়া অনর্পিত ধন বিতরিয়া
কেও পাইয়া মাতাল হইয়াছে ।
রুপ সনাতন তারা দুই জন রে মন বিষয় ছাইড়ে ব্রজে চইলেছে ।
রুপ প্রেম সুখার্ণবে একান্তভাবে যে জন ডুবে
ভক্তিভাবের উদয় হইয়াছে ।
শ্রীরাধারমণে ভণে রে মন আমি বিনে বাকী কে আছে ।।