রাধারমণ দত্ত রচিত গান নং ১৪১

হরে রাম হরে বলছে মধুর স্বরে
ষোলো নাম বত্রিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে
এগো লাভেমূলে সব হারাইলাম এ দোষ দিতাম কারে ।
লাভ করিতে আইলাম আমি ভবের বাজারে
এগো লাভে মূলে সব হারাইলাম এ দোষ দিতাম কারে
ভেবে রাধারমণ বলে এই বাসনা মনে
এগো কৃপা কর দয়াল গুরু তরাই নেও আমারে ।।