অভাগিনীর বন্ধু রে আন্ধারী দিকেতে তুমি যাইও না রে ।।
তুমি আন্ধারে গেলে পরে আমি থাকে ঘরে বারে
মুষল ধারে পরে জলধারা রে
যাইতে গোয়ালপাড়া পথে পথে আছে কাটা রে
চরণে ফুটিলে পাইবায় ব্যাথারে ।
ভাবিয়া রাধারমণ বলে বন্ধু যাউগা বেরা পাথারে
রাজপন্থে গেলে খাইবা ধরা রে ।।