নিশির স্বপনে শ্যামের রুপ লাগিয়াছে নয়নে
চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে ।।
আমি থাকি নিদ্রা ঘোরে স্বপ্নে দেখি রসরাজ রে
পুষ্প শয্যা ছিন্ন ভিন্ন চিহ্ন আছে বসনে ।
গলেতে মুক্তার মালা কটিতে কিনকিন শোভা
রুনুঝুনু শব্দ করে নূপুর চরণে ।
ভাইবে রাধারমণ বলে ঐ রুপেতে জগৎ ভুলে
ভুবন আলো করিতেছে ঐ রুপ মদনমোহন ।।