রাধারমণ দত্ত রচিত গান নং ৬৭৫

ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাবো প্রিয় সখি
সদ উপায়ে আন ত্বরা, কইরো না গো প্রবঞ্চন ।।
তোরা আমার আজ্ঞাধীন আজ্ঞাতে আছো প্রবীণ
তব আমার এত কষ্ট তোমরা করো নিবারণ ।।
বিধির ভঙ্গী কইতে জান দেহথনে যায় গো প্রাণ
মনপ্রাণ নিলো বন্ধে কেমনে করি সম্বরণ ।।
দীনহীন রমণে কয় শোন গো রাই দয়াময়
আইসবা তোমার রসময় না হইও জ্বালাতন ।।