রাধারমণ দত্ত রচিত গান নং ৬৬০

আমারে ছাড়িয়া তুমি কেমন সুখে আছো রে শ্যাম সুখপাখি
আর হৃদপিঞ্জিরা শূণ্য করি দিয়া গেলা ফাঁকি ।।
এগো জনম ভরি পায়ে ধরি না করিলায় সঙ্গী
আর ধন দিলাম প্রাণ দিলাম কুল দিলাম তোর লাগি ।
এগো তবু বন্ধের মন পাইলাম না হইলাম সর্বনাশী ।।
আর ভাইবে রাধারমণ বলে শোনো গো প্রাণসখি
ওরে আইনা দে মোর প্রাণবন্ধুরে মরণকালে দেখি ।