প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে । এক প্রেমেতে ভোলানাথে গো শ্মশানে বাস করে আর প্রেমেতে দশরথ রামরে দিলা বনে ।। ভাইবে রাধারমণ বলে সখি মনেতে ভাবিয়া পিরীত করে ছেড়ে গেলা কি দোষ জানিয়া ।।