প্রাণ সজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
অদর্শনে প্রাণ বাঁচেনা হইলাম পাগলিনী
কি গুণ জানে নন্দের কালা আমরা না জানি
দেহ থইয়া মন নিলো প্রাণ লইয়া টানাটানি ।
জীবন সংশয় সখি দংশিলো নাগিনী
সরল প্রেমে গরল কইলো এমন আগে না জানি
ভাইবে রাধারমণ বলে মনে অনুমানি
তোরা সবে পাইলে কৃষ্ণ আমায় নে সঙ্গিনী ।