রাধারমণ দত্ত রচিত গান নং ৭৫১

রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো জীবনভরা
ভালো মন্দ তার সম্বন্ধে জীবন করলাম সারা।।
শ্যাম জানি কার কুঞ্জে রইল কার আশা সে পুরাইল গো
তোমরা সবে পাইলায় কৃষ্ণ আমি কৃষ্ণহারা।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
থাকতে না পুরিল আশা মরলে যেন পুরে গো