রাধারমণ দত্ত রচিত গান নং ১৮২

কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
আইলো রসে মাখা গৌরচাঁন্দ কাচাসোনা ।।
তিন বাঞ্ছা অভিলাষী গোরায় পুরাইলো মনের বাসনা ।।
সত্যে শুক্লবর্ণ ছিলো ত্রেতায় রক্তবর্ণ হইলো গো
দ্বাপরেতে কৃষ্ণলীলা কলিতে পীত বসনা ।।
সেই গৌর নইদে আসি শচীর গর্ভে প্রবেশি
পাপতাপ সহ নাশি কলির জীবকে দিলা উপাসনা ।।
ভাবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
আমার জনম গেলো ভুলে ভুলে অবহেলে টের পাইলাম না ।