রাধারমণ দত্ত রচিত গান নং ৬৯৩

কেন দিলে চম্পকেরই ফুল রে সুবল সখা ।
চম্পকেরই বরণ আমার প্রাণের রাধিকা ।।
রাইরে আনলে বাঁচি নইলে মরি
একবার আনি দেখা রে সুবল সখা ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
আমার জিতে না পুরিলো আশা মইলেনি পুরিবো রে ।।