রাধারমণ দত্ত রচিত গান নং ৮১

প্রেম বিলাতে যাবে যদি মন, রাধারাণীর কল গাড়িতে ।
ত্বরিতে কর আরোহণ ।
শমনের ভয় রবে নারে পাবে নিত্য ধন ।।
উত্তম বসন পরে চৌষট্টি অলঙ্কারে, আনন্দ দূরবীন
শিরে সাজিয়ে কররে গমন ।
মন তুই কামগঞ্জের প্রেমদুয়ারে পাবি রে স্টেশন ।
রুপ কেরাণী বসে তাতে, দিচ্ছে টিকেট লোকের হাতে ।
কাটা কামানির ওজন
মন তুই পাকা একমন না হইলে যাইতে নিবারণ ।
ভেবে রাধারমণ বলে, মদন সিং কনস্টেবলে
গ্রেপ্তার করতে চায় এখন ।
প্রভু রঘুনাথ হাকিম না হলে, কে করবে বারণ ।।