মন তুমি হরি বলবে কোনকালে, বাল্য আর যৌবন তুমি
রঙ্গরসে কাটাইলে ।।
পরের জমি লয়ে তুমি সবলোককে ঠকাইলে
নানারকম ভেক ধরিয়া অসার জনম কাটাইলে ।
যত্ন করে রত্ন দিয়ে পাপের ভরা কিনিলে
খাল কাটিয়া ঘরের মাঝে কুমীর আনি ঢুকাইলে ।
না জেনে তত্ব খুড়ে গর্ত কাল ভুজঙ্গ ধরিলে
অপরে ছলিতে গিয়ে নিজে ছলে পড়িলে ।
ভাইবে রাধারমণ বলে ঠেকছি বিষম জঞ্জালে ।
লাভে আসি মূল হারাইয়া নরকগতি শেষকালে ।।