পিরীতে মোর প্রাণ নিলো গো ধনী
না জানি ডুব দিলাম গো
পিরীতে মোর প্রাণ নিলো গো ।।
সখী গো মুই গেলাম যমুনার জলে কলসী ভরিবার ছলে
নদীর কূলে আনাজানা সদায় লোকে দেখে গো ।
সখি গো পিরীত ওতন পিরীত রতন পিরীত গলার হার
পিরীত করি যেজন মরে সফল জনম তার গো ।
সখি গো ভাবিয়া রাধারমণ বলে পিরীত করি যেজন মরে
একূল ওকূল দুইকূল তার আনন্দে বিহার গো ।