রাধারমণ দত্ত রচিত গান নং ৩৩৫

ঐ বাজে প্রাণবন্ধের বাঁশি জয় রাধা বলে
কলসী নিয়া আয় গো সখি কে যাবে যমুনার জলে ।
অগুরু চন্দন চুয়া কটরায় লও ভরিয়া
দিবো কালার অঙ্গেতে ছিটাইয়া ।
দেখিবো কালার রুপ দাড়াইয়া কদম্ব মূলে ।
কলসী রাখিয়া কূলে মালা গাঁথি বনফুলে
ঐ মোহনমালা গাঁথি দিক প্রাণবন্ধুয়ার গলে ।
শুনি বাঁশি মন উদাসী ধৈর্য নাহি মানে
আমায় নিয়ে চলগো তরা যমুনার জলে ।
ভাবিয়া রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
কূলবধূর কূল মজাইলো কলসী ভাসিয়া গেলো জলে ।।