রাধারমণ দত্ত রচিত গান নং ৪৪৫

প্রাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিলো মনপ্রাণ ।।
সখি রে কি মধুর পর্শিলো কানে অধৈর্য্য হইয়াছে প্রাণ বাঁশির গানে
বাঁশি অন্তরে প্রবেশি আমার মন করিয়াছে উদাসী
বংশী বরশির মতো প্রাণ লইয়া মোর দিলো টান ।।
সখি বিষামৃত একত্রে মিলন মন্দ মন্দ সুতানে করছে দাহন
আমি রইতে নারি ঘরে পাগলিনী বাঁশির স্বরে
বাঁশির ধ্বনি উন্মাদিনী না যায় রাখা কুলমান ।।
সখি রে বাঁশির ধ্বনি বিষম লেঠা অবলা কুলের কুলটা
শ্যামের বাঁশি বেড়াজাল কুলবধূর হইলো কাল
শ্রীরাধারমণে ভনে শ্যামকে পাইলে দিতাম যৌবন দান ।।