প্রাণসখী গো পরার লাগি কান্দে আমার মন
পরার লাগি পরকাল হারাইলাম গোসাই
আমি পাইলাম নাগো পরার মন ।।
যাইতে যমুনার জলে দেখিলাম কদম্বতলে বাঁশরী হাতে গো সই
ও তার বাঁশির সুরে উন্মাদিনী ঠিক থাকেনা দুই নয়ন ।
যখন আমি রানতে বসি তখন কালায় বাজায় বাঁশি
আমি রানতে গিয়ে কানতে বসি হলদি দিতে দেই লবন ।
ভাবিয়া রাধারমণ বলে জীবন কালে নাই মিলে ঐ কালার মিলন
আমি ধৈর্য্য ধরে থাকবো গো মইলে যেনো পাই দরশন ।।