জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
সে নি হবে আমার দুঃখের ভাগী ।
রুপে নিলো দুই নয়ন বাঁশিয়ে নিলো শ্রবণ ।
আমি গোকুল নগরে হইলাম দাগী ।।
যার গন্ধে নাসা আকর্ষণ স্পর্শে জুড়ায় তনুমন
আমি বিরহিনী কাতরে যামিনী জাগি ।।
গোসাই রাধারমণ কয় এ জীবন হইলো সংশয় সখি ।
তোরা আমারে এনে দেখা কৃষ্ণ মাগী ।।