রাধারমণ দত্ত রচিত গান নং ৩৯৮

চল সখি বন্ধু দেখতে যাই গো কদমতলায়
আড়ে আড়ে শ্যাম নাগরে আমার পানে চায় ।
বাঁশির সুরে পাগলিনী করছে বাহির রাই রঙ্গিনী
আদর করিয়া ডাকে আয় গো সখি কদমতলায় ।
বাঁশির নামে কালসাপিনী দংশিলো অবলার প্রাণী
রমণীর মন যায়না রাখা মুনির মনই হরে ।
ভাইবে রাধারমণ বলে আয় সখি যমুনার জলে
জলের ছলে পাবে দেখা বংশীধারী শ্যামরায় ।