রাধার দুঃখে জনম গেল গো কাজ কি জীবনে আমার।। পরকে আপনা জানি সার করিলাম ব্রজের হরি মনে করি দিয়াছি সাতার।। কণ্ঠাগত হইল প্রাণি জীবনের আর কতই বাকি মইলে আশা পুরবো নি আমার।। ভাবিয়া রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে উপযুক্ত না হইলাম সেবার।।