রাধারমণ দত্ত রচিত গান নং ৩৯০

কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী ।।
মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী ।।
ললিতা বিশাখা চল সকল সঙ্গিনী
না গেলে না হবে জলে নইলে যাবো একাকিনী ।।
কিবা জাদু জানে বাঁশি কি মন্ত্র মোহিনী
মনপ্রাণ সহিতে টানে করিয়াছে উন্মাদিনী ।।
বংশী বটে বংশীধ্বনি মনে অনুমানী
শ্রীরাধারমণের আশা হেরিতে শ্যাম চিন্তামণি ।।