পাষাণ মন তোর গইয়া যায় রে দিন ।
আইতে একদিন যাইতে একদিন আর কতদিন বাকী রে ।
তুমার দেশে যাইবার মনে নাই রে ।।
সত্য করি ভবে আইলাম রে মনরে গুরু ভজিবারে
মিছামায়ায় বদ্ধ হইয়া পাশরিলায় তারে ।।
সমুদ্রমন্থন কইলাম মাণিক পাইবার আশে
আমি ডুব দিয়া মাণিক পাইলাম না আপন কর্ম দুষে ।।
বটবৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আশে
পত্র ভেদি রৌদ্র লাগে আপন কর্ম দুষে ।।
ভাইবে রাধারমণ বলে রে মনেতে ভাবিয়া
পার হইমু পার হইমু বলে মোর দিন তো যায় গইয়া ।।