দেইখে আইলাম শ্যামকালা গো সজনী
জলের ঘাটে কদমতলে গো মধুর রুপ খানি।।
শ্যামের মাথায় মোহন চূড়া গলায় বনমালা
মোহন বাঁশি হস্তে লইয়া দাঁড়ায় কদমতলা।।
শ্যামের পরণে শোভিয়াছে নীলাম্বরী শাড়ি
শ্যামের পদেতে শোভিয়াছে পঞ্চ কাঠিখাড়ি।।
ঝুনুর ঝুনুর বাজে খাড়ি মধুর ধ্বনি শুনি
গোসাই রমণচান্দে বলে জলে যাও গো ধনি।।