রাধারমণ দত্ত রচিত গান নং ৫০১

ললিতে জলে গিয়াছিলাম একেলা
ডাকছে নাগর শ্যাম কালা ।।
আর পদের উপর পদ থইয়া
বাজায় কদমতলা
ওয়রে দেখছি অনে লইছে মনে
মন হইয়াছে চঞ্চলা ।।
আর কি মহিমা জানে সই গো
নন্দের চিকন কালা ।
আঙ্খির ঠারে শ্যাম নাগরে
দিত চায় ফুলের মালা ।।
আর ভাইবে রাধারমণ বলে
কি হইলো যন্ত্রণা
বৈকুণ্ঠ বলে জলের ঘাটে
আর যাইয়োনা একেলা ।।