রাধারমণ দত্ত রচিত গান নং ৪১২

ঢেউ দিও না কথা রাখ রুপ দেখি জলের ছায়ায় সই গো
জলের ভিতরে শ্যাম রায় ।।
সই গো অষ্ট সখি লইয়া গো রাধে জল ভরিতে যায়
কলসীতে দেখতে পায় ।
সই গো কদম ডালে বইসে গো বন্ধে বাঁশিটি বাজায়
সেই অবধি হইলো গো ব্যাধি শয়নে স্বপনে দেখা যায় ।
সই গো রুপের পাগল হইছে যারা রুপেতে মিশিতে চায়
শ্যাম বিচ্ছেদের জ্বালা তোর সদায় জ্বালায় পোড়ায় ।
সই গো ভাইবে রাধারমণ বলে প্রাণ রাখা হইলো দায়
ভাবিক বিনে ঐরুপ কেউ না দেখিতে পায় ।।